ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন

মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি হলো চিকিৎসা। ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন চিকিৎসা সংক্রান্ত একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রোগীদের কল্যাণে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করে যাচ্ছে।

আমাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের কাছে চিকিৎসা বিষয়ক তথ্য সহজ থেকে সহজতর হবে। মানুষ রোগকে জয় করবে পূর্ণ আত্মবিশ্বাসে, সবার প্রার্থনায়। আমার, আপনার ও আমাদের একটু ইচ্ছে ও সাহায্যই পারে আমাদের চারপাশকে সুন্দর করতে।

আমাদের মিশন

বাংলাদেশের প্রতিটি রোগীর জন্য সঠিক ও সহজে প্রাপ্ত স্বাস্থ্যসেবা তথ্য এবং সহায়তা প্রদান করা, যাতে তারা সচেতন সিদ্ধান্ত নিতে ও জীবনমান উন্নয়ন করতে সক্ষম হয়।

আমাদের ভিশন

একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি ব্যক্তির কাছে মৌলিক স্বাস্থ্যসেবা তথ্যের সহজলভ্যতা রয়েছে এবং একটি সুস্থ ও আত্মবিশ্বাসী সমাজ গড়ে উঠছে কমিউনিটি-ভিত্তিক সহযোগিতার মাধ্যমে।

মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি হলো চিকিৎসা। ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রোগীদের কল্যাণে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করে যাচ্ছে। আমাদের সেবাসমূহঃ