ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন হতে রোগীদের জন্যে বিনামূল্যে সাময়িকভাবে অক্সিজেন সিলিন্ডার এবং হুইল চেয়ার সেবা প্রদান করা হচ্ছে। তবে শর্ত থাকে যে, রোগীদের ব্যবহার শেষে মেডিকেল ইকুইপমেন্ট ফেরত প্রদান করতে হবে।

শর্তাবলীঃ

(১) সর্বোচ্চ ২ মাসের জন্য মেডিকেল ইকুইপমেন্ট সংগ্রহ করা যাবে। বিশেষ বিবেচনায় ২ মাসের বেশি সময়ের জন্য ব্যবহারের অনুমতি প্রদান করা হতে পারে। তবে কোনো অবস্থায় ৪ মাসের বেশি সময়ের জন্য মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহারের অনুমতি প্রদান করা হবে না

(২) ইকুইপমেন্ট সংগ্রহের সময় রোগীর চিকিৎসা সংক্রান্ত চিকিৎসকের ব্যবস্থাপত্র, রোগীর এনআইডি, সংগ্রহকারীর এনআইডি এর কপি প্রদান করতে হবে

(৩) অক্সিজেন সিলিন্ডারের নিজ ব্যয়ে অক্সিজেন রিফিল করতে হবে। অক্সিজেন রিফিলকারী প্রতিষ্ঠানের ঠিকানা জানিয়ে দেওয়া হবে

(৪) হুইল চেয়ারের জন্য ৩০০০ টাকা এবং অক্সিজেন সিলিন্ডারের জন্য ৬০০০ টাকা জামানত প্রদান করতে হবে। মেডিকেল ইকুইপমেন্ট ফেরত প্রদানের সময় জামানতের টাকা ফেরত প্রদান করা হবে;

(৫) ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত উপযুক্ত জামিনদারের সুপারিশ থাকলে জামানত প্রয়োজন হবে না।

উপযুক্ত জামিনদারের তালিকা- ফাউন্ডেশন এর সাধারন সদস্য/উপদেষ্টা, গ্রুপের এডমিন/মোডারেটর, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, মেডিকেল ইকুইপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম এ অক্সিজেন সিলিন্ডার/ হুইল চেয়ার/অন্যান্য ইকুইপমেন্ট দানকারী ব্যক্তিবর্গ, গ্রুপ/ফাউন্ডেশনে বর্তমান বা অতীতে সেবাদানকারী চিকিৎসকবৃন্দ/ ফাউন্ডেশন এর যাকাত ফান্ড এ অর্থ প্রদানকারী ব্যক্তিবর্গ/গ্রেড-১ হতে গ্রেড-৯ পর্যন্ত সরকারী কর্মকর্তা (প্রমাণসহ)।

উল্লেখ্য, ফাউন্ডেশন অর্থ ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এবং গ্রুপ অর্থ ট্রিটমেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপ।

Our Activities