আসসালামু আলাইকুম,

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও চালু রয়েছে যাকাত প্রকল্প। আমাদের যাকাত প্রকল্পে আপনার যাকাত (সম্পূর্ণ বা আংশিক) প্রদান করুন! আমারা আপনাকে আশ্বস্ত করছি, আপনার এই যাকাত দক্ষতা ও সততার সাথে উপযুক্ত ব্যক্তির নিকট আমাদের সরাসরি তত্ত্বাবধানে পৌঁছে দেয়া হবে। আমরা যাকাত প্রাপ্ত ভাই-বোনদের তথ্যসমূহ সংরক্ষণ করি এবং সময়ে সময়ে তাদের জীবনমান পরিবর্তনের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়। চাইলে আপনিও আমাদের কাছ থেকে যাকাত গ্রহনকারীর তথ্য যাচাই করতে পারবেন। আপনি নিজেও আপনার নিকটস্থ শরীয়ত সম্মতভাবে যাকাতের হকদার মানুষের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে তার পক্ষ হতে টিসিএফ এর যাকাত তহবিল হতে সাহায্যের জন্য আবেদন করতে পারেন। আপনার সঠিক তথ্য প্রদান ও যাচাই বাছাই একজন নিভৃতে থাকা প্রকৃত যাকাতের হকদার এর অবস্থার উন্নয়নে অবদান রাখবে। 

Our Activities