কেস-১১
রুবাইয়াত ইসলাম (ছদ্ম নাম) দশম শ্রেনীর ছাত্র। রুবাইয়াতের বাবা মৃত্যুবরণ করলে তার মা অসহায় হয়ে পড়েন। আত্নীয়-স্বজনের সহায়তায় তারা মা-ছেলে জীবন পার করছিলেন । কিন্তু হঠাৎ সে জীবনেও ছন্দ পতন। রুবাইয়াত কিডনি রোগে আক্রান্ত হন। শুরু হয় ডায়ালাইসিস।
তার ব্যবহুল চিকিৎসায় চালানো মায়ের জন্য কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে চিকিৎসকগণ কিডনি ট্রান্সপ্লান্ট এর পরামর্শ প্রদান করেন। সন্তানের জীবন বাঁচাতে মা কিডনি দান করতে চান। পাশে দাঁড়ান আত্নীয় ও গ্রামবাসী। তারা রুবাইয়াত এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। কিন্তু চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন দেখা দিলে একজন সাবেক সচিবের অনুরোধে ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন রুবাইয়াতের চিকিৎসার জন্য যাকাত ফান্ড হতে আরররথিক সহায়তা প্রদানে সম্মত হয়।
 
রুবাইয়াত শ্যামলির সিকেডি হাসপাতালে ভর্তী হয়েছে। আগামীকাল (১০ মার্চ, ২০২৪) তার কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে। রুবাইয়াত এর মা সন্তানকে কিডনি দান করবে। ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন রুবাইয়াত এর চিকিৎসায় আজ ৫৫,২৯৪ টাকার চেক প্রদান করে।
 
সকলে রুবাইয়াত এর জন্য দোয়া করবেন। মায়ের কোলে ফিরে আসুক রুবায়েত। সুন্দর একটা জীবন অপেকশা করুক রুবায়েত এর জন্য।